Jersy : পিছিয়ে গেল 'জার্সি' মুক্তির তারিখ
আজ ৩০ জানুয়ারি। একদিন পরেই ২০২২ এ পা দেব আমরা। বর্ষশেষের দিন সিনেপ্রেমীদের জন্য একটা খুশির খবর ছিল। কিন্তু সেটা আপাতত হচ্ছে না। শাহীদ কাপুর আর ম্রুণাল ঠাকুর অভিনীত গৌতম তিন্নানুরি পরিচালিত জার্সি ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল। কিন্তু ছবিটি এখনই রিলিজ করতে চাইছেন না নির্মাতারা।আরও পড়ুনঃ হাবড়া স্টেশনে কেন ভেঙে দেওয়া হল এমএ ইংলিশ চায়েওয়ালির দোকান?জার্সি ছবিটি তেলেগুর সুপার হিট ছবি জার্সি-র হিন্দি রিমেক। তাই শুরু থেকেই শাহীদ কাপুরের এই ছবিকে ঘিরে উত্তেজনা আকাশছোঁয়া। কিন্তু সারা ভারতে করোনার নতুন ধরন অমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে নির্মাতারা আগামী শুক্রবার জার্সি রিলিজ করছেন না।আরও পড়ুনঃ কামড় দিলেই তেতুল জলের বদলে বাটারস্কচ আইসস্ক্রিম, ভিন্ন স্বাদের ফুচকায় মেতেছে বর্ধমানসারা দেশে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। আর সাম্প্রতিক পরিস্থিতি দেখে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার রাজধানীতে মাল্টিপ্লেক্স, প্রেক্ষাগৃহ ও জিম পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এদিকে মহারাষ্ট্রে ৫০ শতাংশ আসন ভিত্তিতে প্রেক্ষাগৃহ খুলেছে। প্রতিদিন কোভিড-১৯-এর সংখ্যা বেড়েই চলেছে। দেশজুড়ে আবার ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার তৃতীয় ঢেউ ভারতের বুকে আছড়ে পড়তে পারে। অনেক শহরে ইতিমধ্যে নাইট কারফিউ জারি করা হয়েছে। আর তাই জার্সি ছবির নির্মাতারা কোনো রকম ঝুঁকি নিতে চাননি। তাই অনিশ্চিতকালের জন্য ছবিটি মুক্তির স্থগিত রেখেছেন তাঁরা। এই পরিস্থিতিতে ছবিটি পরে হলেই মুক্তি পাবে না ওটিটি রিলিজ করা হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।